আহাদ আলী মোল্লা
চোরের সাজা যতোই বাড়ুক
চোর করে তাও চুরি
এটাই বাহাদুরি;
বাংলাদেশে এর প্রমাণ
আছে ভুরিভুরি।
চোরের সাথে ডাকাত থাকে
রাঘব তাদের নাম,
সহজে কেউ পায় না নাগাল
হয় কোনো বদনাম।
সকল রকম ফাঁদ ছিঁড়ে তাই
যায় হয়ে যায় বের,
একই রকম কর্ম-কাজে
যোগ দিয়ে দেয় ফের।
চোর ধরা কল যতোই বেরোক
ছেঁড়ার কলও আছে;
ওই বাবুদের কাছে।
সূত্র (বিদ্যুত চুরির সাজা বাড়িয়ে সংসদে নতুন আইন পাস)