আহাদ আলী মোল্লা
হায় রে মজার তেলেসমাতি
এক তুড়িতেই রাজা
বাজা বগোল বাজা
শুটকি মানুষ দিনদুপুরেই
ফুলেও হবে রাজা।
আলাদিনের চেরাগ আছে
তার ভেতরে দত্যি
সত্যি কথা সত্যি
দিচ্ছে সোনার মোহর-দানা
তবিল-পকেট ভর্তি।
পিও’র কাছে পয়সা নাছে
নাচ্ছে টাকা ডলার,
হচ্ছে তাতেই গাড়ি বাড়ি
কিচ্ছুটি নেই বলার
সূত্র (শিক্ষামন্ত্রীর পিও তদবির বাণিজ্যে কোটিপতি)