কান কাটা

আহাদ আলী মোল্লা

অনিয়মের কী দেখেছো
এতো কেবল শুরু,
ঘাপটি মেরে আছে অনেক
অনিয়মের গুরু।

হাতে পেলেই টাকার থলে
ওরা সবাই ভীষণ ফোলে
খেয়ে খেয়ে ঢেঁকুর তোলে
নীতির কথা তাবৎ ভোলে।

খেতে খেতে বেশি খাওয়ায়
বদহজমের ফলে,
ধূর্ত চালাক এক দড়িতে
বান্ধা পড়ে কলে।

গোজের গোড়ায় পড়লে বাবা
যায় কাটা দুই কান,
চোর বেটাদের লজ্জা শরম
থাকে না সম্মান।

 

সূত্র (গাংনীতে পিইসি পরীক্ষার খাতা ক্রয়ে অনিয়ম)

 

 

 

Comments (0)
Add Comment