কলম আলীর কাণ্ড

আহাদ আলী মোল্লা

কুতুবপুরের কলম আলী
বিয়ে করে বেড়ায় খালি
মরে গিয়েও বেঁচে আছে
দারুণ মজা লাগাও তালি।

মাঝে মাঝেই করে বিয়ে
এদিক ওদিক যায় পালিয়ে
অবশেষে পড়লো ধরা
আত্মগোপন করতে গিয়ে।

পুলিশ সবই খবর রাখে
কারাগারেও পাঠায় তাকে
এখন নাকি দালান ঘরে
বসে বসে কাঁদছে নাকে।

প্রতারণার গলায় দড়ি
খাচ্ছে কলম গড়াগড়ি
আর কোরো না কাণ্ড এমন
বাবা তোমার পায়ে পড়ি।

সূত্র (চুয়াডাঙ্গা কুতুবপুরের কলম আলী গুম হওয়ার ৪ মাস পর জীবিত আটক)

 

Comments (0)
Add Comment