কবিতা

বোকা স্বার্থপর

মো. মাহফুজুল হোসেন

 

মানুষ তুমি, বোকা স্বার্থপর,

লাভ হতো তোমার, যদি স্বার্থপর হতে তুমি নিজের জন্য,

স্বার্থপর তুমি ওয়ারিশের জন্য,

স্বার্থপর তুমি পরিবারের মানুষগুলোর জন্য।

তাহলে তোমার নিজের স্বার্থ রইলো কোথায়?

 

মানুষ তুমি, বড্ড বোকা।

সারা জীবন কামাই রোজগার করে, রেখে গেলে অন্যের জন্য।

প্রয়োজনে হয়তো তুমি অনেক সময় মানুষ ঠকিয়েছো

কাজে ফাঁকি দিয়েছো

গড়েছো পাহাড়সম অর্থ

চিকিৎসায় সামান্য সেবাও তুমি নাওনি,

ভালকিছু খাওনি,

ভালকিছু পরোনি

একটুও জানলে না তুমি, তোমার ভবিষ্যতের জন্য রইলো কি?

ভবিষ্যতের সবকিছু তুমি রেখে গেলে অনাগত দিনের জন্য,

তোমার নিশ্চিত ভবিষ্যত মৃত্যু।

তখন তোমার সকল সম্পদ সব পেয়ে যাবে তোমার ওয়ারিশ।

 

মানুষ তুমি, বোকা স্বার্থপর।

স্বার্থপর হও তুমি তোমার নিজের জন্য,

স্বার্থপর হও তুমি তোমার শারীরিক সুস্থতার জন্য,

স্বার্থ হও তুমি তোমার মানসিক সুস্থতার জন্য,

স্বার্থপর হও তুমি পূণ্য অর্জনের জন্য।

শরীর, মন এই জীবনে,

পুণ্য অর্জন মরণের পরে।

শরীর মন ভাল রাখা ও পুণ্য অর্জন এই তিনে হও তুমি সর্বদা স্বার্থপর।

 

Comments (0)
Add Comment