কত যে প্রাণ

আহাদ আলী মোল্লা
এ কান দিয়ে ঢোকান কাজি
ও কান দিয়ে বের করেন,
শপথ পড়েন আর হবে না
দু’দিন পরে ফের করেন।

থামছে না তাই বাল্য বিয়ে
গুনেও নগদ জরিমানা,
থোড়ায় কেয়ার হচ্ছে তাদের
আমরা যতই করি মানা।

ভয় দেখিয়েও হচ্ছে না কাজ
পয়সা কড়ির লোভে,
এই কারণে বাড়ছে তালাক
মরছে মানুষ ক্ষোভে।

হুঁশ ওঠে না কাজির তাতেও
কারণ পকেট ফুলছে তাই,
বাল্যবিয়ের অভিশাপে
কতো যে প্রাণ ঝুলছে তাই।
সূত্র (আলমডাঙ্গার খাসকররায় কাজির বিরুদ্ধে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগ)

 

Comments (0)
Add Comment