আহাদ আলী মোল্লা
এতো আটক অতো আটক
এসব কি গো নাটক সাটক
প্রশ্ন তোলে অনেক পাঠক
ব্যাপারখানা কী;
যায় না বোঝা ছি!
ধরছো এতো করছো এতো
লাল দালানে ভরছো এতো
কমছে না তাও ব্যবসীয়া বা
কমছে না তাও খাদক;
বাড়ছে বিক্রি মাদক।
বুঝছি ধীরে ধীরে;
আজকে যিনি জেলঘরে যান
কালকে আসেন ফিরে-
আবার ব্যবসা মাদক ব্যবসা শুরু
ওরা নাটের গুরু।
সূত্র (আলমডাঙ্গায় গাঁজাব্যবসায়ীসহ ৫জন আটক)