ওরা

আহাদ আলী মোল্লা

পথে পথে ছিনতাই রাহাজানি
কারা করে লুটপাট তাহা জানি
কিন্তু তা বলবো না
বলে কয়ে জ্বলবো না
মনে বুকে চাপা রাখি যাহা জানি।

সব কথা হয় নাকো জানাজানি
কারা খায় সরাসরি তা না জানি
হাতে ছুঁয়ে ধরবো না
ধরেটরে মরবো না
ওনাদের দোষ ধরা মানা জানি।

থামছে না কোনো মতে হানাহানি
তাই নিয়ে চলে কতো কানাকানি
আমি দেখে হাসবো না
অভিযোগে ফাসবো না
আমার এই হাতে আছে ফুটো এক আনাখানি।

সূত্র: (কুড়লগাছি-হরিশচন্দ্রপুর সড়কে ছিনতাইয়ের চেষ্টা)

Comments (0)
Add Comment