আহাদ আলী মোল্লা
উঠলো উঠলো ভোটের হাওয়া
আবার গেল পড়ে,
কেউ জানে না কার ইশারায়
থামলো বা কার তোড়ে।
সরব সরব হলো নগর
আবার হলো ঠা-া,
হতাশ হলেন যাদের পাতে
পড়লো মোটা আন্ডা।
অনেক দলের নড়াচড়া
প্রস্তুতি যায় ডুবে,
এখন দ্যাখে পশ্চিমে সব
আঁধারঘেরা পুবে।
সকলে চায় ঠিক সময়েই
ভোটাভুটি হোক,
ওদিক পানেই তাকিয়ে ছিলো
দেশের তাবৎ লোক।
সূত্র (ঢাকা উত্তর সিটির নির্বাচনী কার্যক্রম স্থগিত)