উন্নতি

আহাদ আলী মোল্লা

ঠুকঠুকিয়ে চলে রে কাজ
ধুঁকধুঁকিয়ে চলে,
আমজনতার কাহিল দশা
পড়লো গ্যাঁড়াকলে।

কাজের কলে পুঁচকে খাবল
হাতুড়ি আর ছোট্ট শাবল
কম্ম কী সব আবোল তাবোল
চলে;
বৃষ্টি হলেই হাঁটু পানি
রাস্তা ভাসে জলে।

কপাল খুবই মন্দ;
জেলা শহর বড় শহর
রোডে খানাখন্দ।

নেই রে কাজের গতি;
সবারই ফের; ঠিকাদারের
হয় শুধু উন্নতি।

 

সূত্র (হাতুড়ি শাবল দিয়ে শুরু হয়েছে চুয়াডাঙ্গা শহরের রাস্তা নির্মাণ)

 

 

 

 

Comments (0)
Add Comment