আহাদ আলী মোল্লা
ঝাড়ুদারের হাওদা পেটে
সব চলে যায় ঢুকে,
সময় কাটান শুয়ে বসে
লম্বা চুরুট ফুঁকে।
অফিসারের ভাব ফুটানি
পিয়ন হলেও তিনি,
অট্টালিকা গাড়ি বাড়ি
করেন কিনিকিনি।
ব্যাংক থেকে নেন টাকার কাড়ি
কিন্তু তা সব চুরি,
হঠাৎ করে ফাঁস হলো তার
গোপন জারিজুরি।
লুটিংপাটিং মেরে ধরে
ভল্ট করে দেয় ফাঁকা,
জনতা ব্যাংক হাসাদহের
উনি পিয়ন কাকা।
সূত্র: (জনতা ব্যাংক হাসাদাহ শাখায় ঝাড়ুদারের পেটে ব্যাংকের ২০ লক্ষাধিক টাকা)