উঠতে পারে জ্বলিয়া।

আহাদ আলী মোল্লা

সারা বছর কৃষক ঠকে
হয় লাভবান ফড়িয়া,
কোতলা হয়ে তারা ঘোরে
মোটরগাড়ি চড়িয়া।

কৃষক চালায় লাঙল বিদে
মরে কেবল খাটিয়া,
মাথায় নিয়ে ভারি বোঝা
জোরসে চলে হাঁটিয়া।

ব্যবসায়ীদের আঙুল ফোলে
চাষির জিনিস কিনিয়া,
যারা ঠকায় কৃষাণ-কৃষক
তাদের রাখো চিনিয়া।

ঠক প্রতারক কারবারিরা
যাচ্ছি শোনো বলিয়া,
সরল সোজা এই চাষিরাই
উঠতে পারে জ্বলিয়া।

সূত্র ( মেহেরপুরে চাষির গাজরের লাভ মধ্যস্বত্বভোগীদের পকেটে)
১৭.০২.২০১৮

Comments (0)
Add Comment