আহাদ আলী মোল্লা
পেটটা গেল জ্বলে;
চালের দামে খুদ কিনে খাই
খিদেয় মরি বলে।
এই খিদে আর যাচ্ছে না
গরিবও চাল পাচ্ছে না
আসছে খুদের চালান,
সময় আছে খুদ না খেলে
এদিক ওদিক পালান।
সরকারি চাল বলে যারা
খুদ মিশিয়ে দিচ্ছে,
ওদের খুবই বাড় বেড়েছে
ব্যবস্থা কে নিচ্ছে।
ওদের আগে ধরুন
উচিত বিচার করুন।
সূত্র (কুষ্টিয়া থেকে চালের পরিবর্তে যাচ্ছে খুদ)