ইবিতে ছবিতে মুক্তিযুদ্ধ

 

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের আয়োজনে দলীয় টেন্টে এ আলোকচিত্র প্রদর্শিত হয়। আগামী শনিবার পর্যন্ত আলোকচিত্র প্রদর্শনী চলবে। আলোকচিত্র প্রদর্শনীতে ব্রিটিশ শাসন থেকে শুরু করে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, জাতীয় চার নেতা, শহীদ বুদ্ধিজীবীদের মর্মান্তিক হত্যাকা-, পাকসেনাদের আত্মসর্মপণসহ মুক্তিযুদ্ধের পূবের্র ও পরবর্তীকালীন বিভিন্ন ছবি গ্যালারিতে স্থান পায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলোকচিত্র প্রদর্শন চলে। প্রদর্শনী চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন বিভিন্ন গ্যালারি পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি সুশান্ত ওঝা, সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমেদ, সহসাধারণ সম্পাদক আল আমিন সরদার, দফতর সম্পাদক শামছুল ইসলাম মারুফ প্রমুখ। আগামী শনিবার প্রদর্শনী শেষ হবে। আলোকচিত্রের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের ছাত্রী বনানী আফরিন বলেন, মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস বইতে পড়েছি। আজ চিত্রের মাধ্যমে সে সব বিষয় দেখতে পাওয়ার মাধ্যমে ইতিহাসকে নতুন করে জানতে পারলাম। আলোকচিত্র প্রদর্শনীর উদ্যোক্তা ও ইবি শাখা ছাত্র ইউনিয়ন সংসদের সভাপতি সুশান্ত ওঁঝা বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকতা-কর্মচারীদের মাঝে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা ও মুক্তিযুদ্ধের চেতায় সবাইকে উদ্বুদ্ধ করতে আমাদের এই আয়োজন। আশা করি মুক্তিযুদ্ধভিত্তিক এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে সবাই আমাদের প্রকৃত ইতিহাস ও ঐতিহ্যকে জানতে পারবে।

 

Comments (0)
Add Comment