আসছে বিপদ

আহাদ আলী মোল্লা

আলু বেচেন খালু আমার
চালু বেজায় তিনি,
ভেজাল ভেজাল বীজ এনে রোজ
করেন বিকিকিনি?

হয় না আলু মাঠে গিয়ে
দাম ওঠে না হাটে গিয়ে
আলু তো সব পুঁচকে,
শুনেই খালুর মনটা খারাপ
ফেলেন ভ্রু কুঁচকে।

ঠকছে যতো গরিব চাষি
খালুর মনে জাগছে হাসি
ওনার পোয়া বারো,
খালু এবার খাবেন ধরা
আসছে বিপদ আরও।
সূত্র : (আলমডাঙ্গার ঘোলদাড়ি এলাকায় আলুবীজ কিনে কৃষকরা প্রতারিত)

Comments (0)
Add Comment