আলমডাঙ্গা ভূমি অফিসের মোটর চুরির অভিযোগে ফকিরপাড়ার জাহাঙ্গীর আটক

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ভূমি অফিসের মোটর চুরির অভিযোগে পৌর এলাকার ফকিরপাড়ার জাহাঙ্গীরকে আটক করেছে স্থানীয়রা। গত শনিবার রাতে ভূমি অফিসের বাথরুমের ভেন্টিলিটার ভেঙে প্রবেশ করে মোটর চুরি করে নিয়ে যায় সে।

জানা গেছে, আলমডাঙ্গা শহরের হাজি মোড়স্থ ভূমি অফিসের টিউওবয়েলের পানি তোলা মোটর চুরি হয়ে যায়। রাতে ফকিরপাড়ার আব্দুল মালেকের ছেলে জাহাঙ্গীরকে (২২) অফিসের আশে পাশে ঘোরাফেরা করতে দেখা যায়। সকালে অফিসের কর্মচারীরা এসে দেখতে পান বাথরুমের ভেন্টিলিটার ভেঙে মোটর চুরি করে নিয়ে গেছে। এলাকায় জানাজানি হলে সবাই জাহাঙ্গীরকে সেখানে ঘোরাফেরার কথা বলে। জাহাঙ্গীরকে ডেকে এনে জিজ্ঞাসা করা হলেও প্রথমে সে মোটর চুরির কথা স্বীকার করলেও পরবর্তীতে অস্বীকার করে। এ সময় তার কাছ থেকে একটি ড্যাগার পাওয়া যায়। পরে জাহাঙ্গীরকে আলমডাঙ্গা থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।

Comments (0)
Add Comment