আলমডাঙ্গায় ৩ দিনব্যাপি বইমেলা সম্পন্ন

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ৩ দিনব্যাপি বইমেলা সম্পন্নের সাথে শেষ হলো মেলা প্রাঙ্গণের কবিতা আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানও। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ৩ দিনব্যাপি বইমেলা ও সাংস্কৃতিক আয়োজনের আনুষ্ঠানিকভাবে ইতি টানলেন মেলার প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান অতিথি আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু। কবি মামুন খন্দকারের সভাপতিত্বে ও মোল্লা জাফর জুয়েল উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, সম্পাদক আফম সিরাজ সামজী, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আশরাফুল হক লুলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাক্তার আতিক বিশ্বাস, গল্পকার পিন্টু রহমান, কবি আসিফ জাহান, আতিকুর রহমান ফরায়েজী, শিক্ষক শামসুল আরেফিন, হাফিজুর রহমান প্রমুখ। বইমেলা উপলক্ষে ৩ দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃতি করেছেন- আলমডাঙ্গা আবৃত্তি পরিষদের সভাপতি আসিফ জাহান, কবি মামুন খন্দকার, পিন্টু রহমান, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, অপরাংশের সভাপতি হামিদুল ইসলাম আজম, জাফর জুয়েল, সাংবাদিক মাহফুজুর রহমান, আয়ুব আলী মাস্টার, সাহের আহমেদ মাগফার, তুর্পা, প্রাথর্না, সাব্বির আহমেদ, এশা, আ.ফ.ম সিরাজ সামজী, ওমর আলী মাস্টার প্রমুখ। প্রতিদিন সঙ্গীত পরিবেশন করেন- বেতার শিল্পী রইস উদ্দীন, নীরোদ কুমার সাহা, আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আশরাফুল হক, রেজাউল করিম, কমলকান্তি চক্রবর্তী, ডাক্তার আতিক বিশ্বাস, সুবর্ণা, রত্না, আশরাফুল হক পান্না, তবিবুর রহমান মাস্টার প্রমুখ। ৩ দিনের সঙ্গীতানুষ্ঠানে তবলায় সঙ্গত দেন সুশীল কুমার কর্মকার।

Comments (0)
Add Comment