আহাদ আলী মোল্লা
এ কী কথা শুনছি বাবা
এরপরে কি বিদেশ যাবা
কও তো বারে বারে?
দু’কান ধরে তওবা করি
বিদেশ যাবো না রে।
বিদেশ গেলে বউরা ভাগে
হিসাব নিকাশ করছি আগে
হবে জানের জ্বালা,
আমার বউয়ের গলায় লোকে
দেবে বিয়ের মালা।
কিংবা ধরো একলা ঘরে
কাঁপবে পরকীয়ার জ্বরে
তখন যে কী হবে;
বিদেশ বিদেশ ও রে বিদেশ
আর যাবো না তবে।
সূত্র (ঝিনাইদহে প্রবাসী স্বামীর পাঠানো অর্থ হাতিয়ে অন্যের সাথে ভেগে যাচ্ছেন স্ত্রীরা)