আর না

আহাদ আলী মোল্লা

চুরি করে পড়লে ধরা
এখন হবে কী,
সাত গুষ্টির মাথা খেলে
লজ্জা লাগে ছি!

প্রতিদিনই চুরি করো
খাও ধরা একদিন,
লাঠিপড়া খেয়ে বোধহয়
পিঠ হলো রঙিন।

তোমরা এবার কোথায় যাবে
নেই পালানোর পথ,
করছো দাবি তোমরা নাকি
বেজায় রকম সৎ।

ঘা প্যাদানি খুব খেয়েছো
করলে খুবই কান্না,
এখনতো বেশ বলছো এ কাজ
এই জীবনে আর না।

সূত্র: (আলমডাঙ্গার নতিডাঙ্গায় গরু চুরি করতে গিয়ে দুই চোর আটক)

 

Comments (0)
Add Comment