আজব কাজি

আহাদ আলী মোল্লা

আজব রকম কাজি
করেন ধোঁকাবাজি
মাংস পোলাও খেয়ে ঢেঁকুর
পয়সা পেলেই রাজি
বাল্যবিয়ে পড়ান তিনি
আনকোরা কারসাজি।

হাতে মারেন তুড়ি
পেলেই নগদ কুড়ি
বিয়ে পড়ান কায়দা করে
কিসের ছুড়ি-বুড়ি
মিলবে নাকো পুরো জেলায়
এমন কাজির জুড়ি।

ফস কাগজে লিখে রাখেন
মূল ভলিউম বাসায়,
একটু আবোল তাবোল হলেই
বর-কনেকে ফাঁসায়।

 

সূত্র (চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় কাজি মোহাম্মদের জেল)

 

 

 

Comments (0)
Add Comment