আকালের দিন

টিপ্পনী

টিপ্পনী

আকালের দিন

জ্বালানিরা তলানিতে
তাহাদের নাহি জুত
একই সুরে করে গান
আমাদের বিদ্যুত।

গাঢ় গাঢ় আঁধারের
মাঝে মোটে আলো নেই
উন্নতি অবদানে
আমরা কি ভালো নেই?

এই নিয়ে সংসদে
আলোচনা চলছে
খালি মুখে ভেজা কথা
তাতে মন গলছে?

কেউ বলে রাগে কথা
কেউ শুনে হাসছে
আকালের দিন তবে
সত্যি কি আসছে?

সূত্র:(দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদে উত্তাপ)

Comments (0)
Add Comment