গতকাল শুক্রবার সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অরিন্দম কার্যালয়ের সামনে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সংগঠনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মালিক। দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিন। উদ্বোধন শেষে র্যালি চৌরাস্তা মোড় প্রদক্ষিণ করা হয়। ২য় অধিবেশন শুরু হয় সকাল ১১টায় আটকবরে শুরুতে সম্পাদকীয় প্রতিবেদন পাঠসহ সাংগঠনিক আলোচনা এবং পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ইয়াকুব আলী জোয়ার্দ্দার সভাপতিও বজলুর রহমান জোয়ার্দ্দার সাধারণ সম্পাদক, সহসভাপতি আব্দুস সালাম, সহসাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, অর্থ সম্পাদক আতিকুজ্জামান সবুজ, দফতর ও তথ্য প্রযুক্তি সম্পাদক মিনারুল ইসলাম, নাট্য সম্পাদক হিরুন উর রশিদ শান্ত, সাহিত্য ও প্রচার প্রকাশনা সম্পাদক আয়ুব আলী, সঙ্গীত ও নৃত্য সম্পাদক শৌম্যজিতা রায় শ্রুতি, সমাজসেবা সম্পাদক বুলবুলি খাতুন এবং নির্বাহী সদস্য যথাক্রমে নুরুল ইসলাম মালিক, মো. আলাউদ্দিন, আব্দুল মোমিন টিপু, আমিনুজ্জামান সুমন ও হাসান আলীসহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ২ বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।