অবৈধযান

টিপ্পনী

টিপ্পনী
অবৈধযান

সড়কে সড়কে লাশ পড়ে আছে
আছে রক্তের দাগও,
বাঙালি তোমরা মরে হলে শেষ
পারলে এখনো জাগো।

অবৈধ যান দাপিয়ে ঘুরছে
কাঁপিয়ে ঘুরছে শহর,
দেশের সকল টাউন সিটিতে
ইজিবাইকের বহর।

আছে নছিমন আছে করিমন
পাখিভ্যান ছোটে জোরে
দিনের বেলায় দাপুটে খেয়াল
হয় বেপরোয়া ভোরে।

কারো ভাঙে হাত ভাঙে দুই পাও
জান চলে ধুঁকে ধুঁকে,
অবৈধদের চলাচলে রোডে
কারা আছে কও সুখে?

সূত্র (চুয়াডাঙ্গার গিরীশনগরে ইজিবাইক দুর্ঘটনায় শিশু নিহত)

Comments (0)
Add Comment