স্টাফ রিপোর্টার: প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি সাংবাদিক শাহ আলম সনির মা মনোয়ারা বেগম এহকাল ত্যাগ করেছেন ( ইন্না … রাজেউন) শনিবার ভোর রাতে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। নামাজে জানাজা শেসে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।
বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যকরি সদস্য শাহ আলম সনির মায়ের ইন্তেকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।