স্টাফ রিপোর্টার: হরিণাকুণ্ড দরিয়াপুরের রাজ আক্তারকে আটক করে পুলিশে দিয়েছে ঝিনাইদহ র্যাব-৬। গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহ জোহান ড্রিম বেইলী পার্ক এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৬ এর ঝিনাইদহ সিপিসি-২ এর একদল চৌকস সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজ আক্তারকে আটক করে। আটককৃত রাজ আক্তার দরিয়াপুরের মৃত সমসের ম-লের ছেলে। তার বিরুদ্ধে হরিণাকুণ্ড থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে। সংখ্যা লঘু পরিবারের এক গৃহবধূকে রাজ ৩১ ডিসেম্বর ধর্ষণ করে। পরবর্তিতে তাকে আসামি করে ধর্ষণের শিকার নারী বাদি হয়ে মামলা দায়ের করেন। এ মামলার আসামি হিসেবে গতকালই তাকে হরিনাকুণ্ডু থানায় হস্তান্তর করে র্যাব। পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া নেয়। রিমান্ডের আবেদন জানানো হতে পারে।