দর্শনা অফিস: কেরুজ চিনিকলের পরিবহন বিভাগের অবসরপ্রাপ্ত শ্রমিক হানিফ মল্লিক আর নেই। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে………….রাজেউন। দর্শনা শ্যামপুর মল্লিকপাড়ার আকাল উদ্দিন মল্লিকের ছেলে হানিফ মল্লিক গত শনিবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে রেফার করা হয় রাজশাহী। মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ বহু গুণাগ্রহী রেখে গেছেন। গতকালই জানাজা শেষে স্থানীয় গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়েছে।