স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা ও ঠিকাদার ব্যবসায়ী শামীম আহমেদ সুমন আর নেই। তিনি শনিবার (১১ জুলাই) বেলা ৩টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহে…রাজেউন)। সুমন ৩/৪ দিন ধরে অসুস্থ ছিলেন। পরিবারের সদস্যসূত্র এ তথ্য জানিয়েছেন। তবে বন্ধুরা বলেছেন, সুমন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
চুয়াডাঙ্গা মালোপাড়ার অ্যাড. মকবুল হোসেনের ছেলে শামীম আহমেদ সুমন (৪৮) ছিলেন সদালাপী। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিচিতসহ যুবলীগের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রোববার( ১২ জুলাই) বেলা ১১টার দিকে মরহুমের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মৃত্যুকালে সুমন বাবা, মা, স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।