৩০ আগস্ট পবিত্র আশুরা

স্টাফ রিপোর্টার: দেশের আকাশে হিজরি নতুন বছরের চাঁদ দেখা গেছে। শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র মহরম মাস। শুরু হচ্ছে হিজরি নববর্ষ। যাত্রা করছে ১৪৪২ হিজরি। এ হিসেবে আগামী ১০ মহরম অর্থাৎ ৩০ আগস্ট রোববার পবিত্র আশুরা পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের জন সংযোগ কর্মকর্তা মো. নিজাম উদ্দিন এই বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় সমকালকে এই তথ্য নিশ্চিত করেন। আশুরার তারিখ নির্ধারণে এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়, যদিও অন্যবছর আধা ঘণ্টার মধ্যেই এই বৈঠক শেষ হয়। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ। ভারতসহ বিভিন্ন দেশে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মহরম মাসের চাঁদ দেখা গেছে। সৌদি আরবে থেকে বৃহস্পতিবার নতুন হিজরি সন শুরু হয়েছে। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেনের (রা.) শাহাদত বরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে পালিত হয় আশুরা। তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা আরও অসংখ্য তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল।

 

Comments (0)
Add Comment