হাত-পা বেঁধে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ১০৪ ভারতীয় নাগরিককে হাতকড়া ও শেকল বাঁধা অবস্থায় ফেরত পাঠানো নিয়ে ভারতে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। টেক্সাস থেকে এসব অবৈধ ভারতীয়কে নিয়ে বুধবার পাঞ্জাবে অবতরণ করে মার্কিন সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ইস্যুতে ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কেও প্রভাব পড়তে পারে বলে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, কাগজপত্রবিহীন অবৈধ এসব ভারতীয় অভিবাসীর হাত-পা শিকল দিয়ে বেঁধে উড়োজাহাজে ওঠানো হয়। প্রায় একদিনের ওই যাত্রায় তাদের ওই অবস্থায় রাখা হয়েছিল। তবে পুরোটা সময় ওই ভারতীয়দের হাত-পা বাঁধা ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি সেটি নিশ্চিত নয়।