গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর পীরতলা সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে তামিম হোসেন (৯) নামের এক শিশু। গতকাল রোববার দুপুরে সে খেলার সাথীদের নিয়ে গোসল করতে গেলে নিখোঁজ হয়। পরিবারের লোকজন ও ডুবুরিদল দীর্ঘক্ষণ ধরে নদীতে সন্ধান করলেও তার খোঁজ মেলেনি। নিখোঁজ তামিম কাজীপুর গ্রামের কাবের আলীর ছেলে।
স্থানীয়সূত্রে জানা গেছে, শিশু তামিম পীরতলা গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে প্রতিবেশী শিশুদের সাথে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে খেলছিলো। এক পর্যায়ে সে নিখোঁজ হয় ভরা মাথাভাঙ্গা নদীতে। সাথীরা বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। তবে সন্ধান না পেয়ে খবর দেয়া হয় থানায়।
গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা কয়েক ঘণ্টা ধরে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি করে। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখন পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি। সন্ধ্যার আগে তল্লাশি স্থগিত করা হয়েছে। আজ আবারও সন্ধান শুরু হবে।