স্টাফ রিপোর্টার: বাজেটের ডামাডোলের মধ্যে বাড়ল সয়াবিন তেলের দাম, যদিও গত সপ্তাহে বাণিজ্যমন্ত্রী তা কমার আভাস দিয়েছিলেন। বৃহস্পতিবার সংসদে বাজেট প্রস্তাবের দিন বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাংলাদেশে ভেজিটেবল অয়েল অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্য তেলের নতুন দর নির্ধারণ করেছে। নতুন দর অনুযায়ী, সয়াবিন তেলের ১ লিটার বোতলের খুচরা দাম হবে ২০৫ টাকা, যা এতদিন ছিলো ১৯৮ টাকা। ৫ লিটারের বোতলের দাম হবে ৯৯৭ টাকা, যে দাম আগে ছিলো ৯৮৫ টাকা। আর খোলা সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হবে ১৮৫ টাকায়, যা আগে ছিল ১৮০ টাকা। আর পাম তেলের খুচরা দাম হবে প্রতি লিটার ১৫৮ টাকা, যা আগে ছিলো ১৭২ টাকা। করোনাভাইরাস মহামারীর মধ্যে ইউক্রেন যুদ্ধ শুরুর পর সয়াবিনসহ ভোজ্য তেলের দর বিশ্ববাজারে চড়তে থাকায় এক মাস আগেই সয়াবিন তেলের দাম লিটারে ৪০ টাকা বাড়ানো হয়েছিলো। তার আগে দাম বাড়ানো হয়েছিলো গত ফেব্রুয়ারিতে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত ২ জুন বলেছিলেন, ভোজ্য তেলের দাম আর বাড়বে না বরং কমতে পারে। তার ৭ দিনের মধ্যে উল্টোটাই ঘটলো।