মাথাভাঙ্গা মনিটর: বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তারই ভাই জুনায়েদ সামি খান। তার দাবি,‘আদনান তার দ্বিতীয় স্ত্রীর আপত্তিকর ভিডিও তৈরি করে তা আদালতে পেশ করেছিলো। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে আদনানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরে জুনায়েদ জানান, আমি আল্রাহকে ছাড়া কাউকে ভয় পাই না। আমার ভাইয়ের আসল চেহারাটা তুলে ধরা জরুরি। এই কাজ করতে আমার ভালো লাগছে না, তবু সবার সত্যিটা জানা উচিত। আমি ওর মতো মিথ্যা বলতে পারি না।’ ২০০৭-০৮ সালের দিকে আদনান তার দ্বিতীয় স্ত্রী সাবাহ গালাদারির ‘পর্নো ভিডিও’ বানান। গুরুতর এই অভিযোগ জানিয়ে জুনায়েদ বলেন ‘স্বামী-স্ত্রী নিজেদের ঘনিষ্ঠ ভিডিও শুট করতেই পারেন, তবে সেটা নিজেদের মধ্যে রাখা উচিত।