স্টাফ রিপোর্টার: হরিণাকুণ্ডু পৈলানপুরের আবু সোমাকে আটক করেছে র্যাব। সে এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার মুল আসামি। সোমবার দিনগত রাতে তাকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ চিথলিয়া গ্রাম থেকে আটক করা হয়। ওই গ্রামের খালার বাড়ি আত্মগোপনে ছিলো সে।
র্যাব জানিয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে আবু সোমা এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর স্কুলছাত্রীকে ফেলে রেখে সোমা পালিয়ে যায়। স্কুলছাত্রীকে উদ্ধারের পর তার পিতা বাদি হয়ে হরিণাকুণ্ডু থানায় ধর্ষণ মামালা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি সোমাকে গতপরশু রাতে র্যাব আটক করে। পরে তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া করা হয়।