কালীগঞ্জ প্রতিনিধি: করোনা উপসর্গ নিয়ে সৌদীআরবে ঝিনাইদহের কালীগঞ্জের এক যুবক মারা গেছেন। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার শিমলা রোকনপুর ইউনিয়নের বড় শিমলা গ্রামের ইসাহক মোল্যাা পছলে বিল্লাল হোসেন (৩০) ৩ মাস আগে ভাগ্য পরিবর্তনের জন্য সৌদী গমন করেন। শুক্রবার ভোর রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে সৌদীতে দামদাম শহরের একটি হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তার শরীলে করোনা আক্রান্ত হয়েছে কিনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে বলে তার পিতা জানিয়েছেন। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে এলে স্বজনদের আহাজারিতে শোকের মাতম সৃষ্টি হয়।