শত শত ফিলিস্তিনিকে ঘরে ফিরতে দিচ্ছে না ইসরাইল

মাথাভাঙ্গা মনিটর: যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করছে হামাস-এমন অভিযোগ তুলে ইসরাইলি সেনারা গাজার একটি প্রধান সড়ক অবরোধ করে রেখেছেন। এর ফলে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি এ উপত্যকার উত্তরাঞ্চলে নিজেদের বাড়িঘরে ফিরতে পারছেন না। শনিবার হামাস তাদের হাতে জিম্মি চার ইসরাইলি নারী সেনাকে মুক্তি দেয়। বিনিময়ে ২০০ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেয় ইসরাইল। এরপরই দেশটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে। ইসরাইল সরকার বলছে, বেসামরিক ইসরাইলি আরবেল ইয়াহুদের মুক্তির যে পরিকল্পনা করা হয়েছে, সেটি কার্যকর না হওয়া পর্যন্ত গাজার বাসিন্দাদের উত্তর দিকে যেতে দেয়া হবে না। ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, হামাসকে তাদের বন্দিদশা থেকে ইসরাইলি সেনাদের মুক্তি দেওয়ার আগে বেসামরিক জিম্মিদের মুক্তি দিতে হবে।