লেবাননের নতুন প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম : সংস্কারের আশ্বাস

মাথাভাঙ্গা মনিটর: লেবাননের নতুন প্রধানমন্ত্রী হলেন নাওয়াফ সালাম। দেশটির প্রেসিডেন্ট এক ঘোষণায় এ খবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, দেশটিতে নতুন সরকার গঠিত হয়েছে। টানা দুই বছরের বেশি দেশটিতে অন্তর্বর্তীকালীন মন্ত্রীসভা ছিল। এবার নতুন মন্ত্রীসভা গঠিত হয়েছে। সামাজিক যোগাযোমমাধ্যম এক্সে দেশটির প্রেসিডেন্ট জোসেফ ঔন তিনটি ডিগ্রি ঘোষণার কথা জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি পদত্যাগ করেছেন। নাওয়াফ সালাম নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। নতুন মন্ত্রীসভায় ২৪জন মন্ত্রী রয়েছেন। সাম্প্রদায়িক গোষ্ঠীর মধ্যে লেবাননের ক্ষমতা ভাগাভাগি পদ্ধতি অনুসারে, সালাম সরকারের ২৪ মন্ত্রী খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সমানভাবে বিভক্ত। সমস্যায় জর্জরিত লেবাননের নতুন এই সরকারকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সেইসঙ্গে দেশটির উজ্জল ভবিষ্যৎ কামনা করেছে সংস্থাটি।