রোববার বৃষ্টির আভাস

স্টাফ রিপোর্টার: আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আভাস রয়েছে। বৃষ্টিপাতের পর তাপমাত্রা কিছুটা কমলেও শীত বাড়বে না। শুক্রবার রাতে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির এসব তথ্য জানান। তিনি বলেন, রোববার নাগাদ দেশের বেশ কটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আভাস রয়েছে। তিনি আরও বলেন, বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমলেও আগের মতো শীত অনুভূত হবে না। এ মাসে শৈত্যপ্রবাহের আভাস নেই। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২৯ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে।

 

Comments (0)
Add Comment