মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দেশটিতে সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ৪০ বছরের এটিই কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম জেদ্দা সফর। গতকাল মঙ্গলবার সকালে সৌদির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন নরেন্দ্র মোদি। এসময় মোদিকে ‘বিশেষ সম্মাননা’ দিয়েছে মুসলিম দেশটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিশেষ বিমানটি জেদ্দায় উপসাগরীয় দেশটির আকাশসীমায় প্রবেশ করলে সৌদি আরবের যুদ্ধবিমানগুলো ‘বিশেষ উদ্যোগ’ হিসেবে ওই বিমানকে পাহারা দিয়ে নিয়ে যায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, নরেন্দ্র মোদিকে বহনকারী বিমানের পাশে এফ-৩৫ যুদ্ধবিমানগুলোও রয়েছে। এনডিটিভি বলছে, এই পদক্ষেপকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীরতর করার লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে।