স্টাফ রিপোর্টার: ঢাকার মোহাম্মদপুরে বন্ধুর বাড়ি থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পর মৃত্যু হওয়া বিশ্ববিদ্যায় শিক্ষার্থী তরুণীর লাশ ঝিনাইদহে দাফন করা হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরডাউটিয়া গ্রামে সোমবার সকালে এই দাফনকাজ সম্পন্ন হয়। রোববার বেলা ১১টার দিকে ঢাকায় আনোয়ার খান মডার্ন হাসপাতালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওই তরুণীর মৃত্যু হয়। গত শুক্রবার ঢাকার উত্তরায় একটি রেস্তোরাঁয় ওই তরুণী ও মর্তুজা রায়হান চৌধুরী (২১) নামে তার এক বন্ধু খাওয়া-দাওয়ার পর মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হোমস আবাসিক এলাকায় যান। সেখানে নুহাত আলম তাফসির (২১) নামে এক বন্ধুর বাসায় যান তারা। ওই দিনই সেখান থেকে অসুস্থ অবস্থায় তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ রায়হান ও তাফসীরকে গ্রেফতার করেছে। তরুণীর ঝিনাইদহের একজন স্বজন জানান, ভোরের দিকে ওই তরুণীর লাশ গ্রামের বাড়িতে আনা হয়। সঙ্গে তার পরিবারের সদস্যরা ছিলেন। এখানে জানাজা শেষে সকাল সাড়ে ৯টায় পারিবারিক করস্থানে দাফন করা হয়। দাফনের পর ঢাকা থেকে আসা তরুণীর পরিবারের সদস্যরা ফিরে যান। তিনি বলেন, তরুণীর বাবা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পরিবার নিয়ে ঢাকার বাসায় থাকেন। মাঝেমধ্যে বাড়িতে আসেন।