স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ র্যাবের হাতে ইয়াবাসহ ধরাপড়েছে সাতক্ষীরার মাদকপাচারকারী রুহুল কুদ্দুস (২৫)। মোটরসাইকেলযোগে ৪শ পিচ ইয়াবা পাচার করার পথে শনিবার (২৭ জুন) দুপুরে সে ধরা পড়ে। একটি মোটরসাইকেল, ৩টি মোবাইলফোন সেট ও ৭টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ ঝিনাইদহ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম ও স্কোয়াড কমান্ডার এইচএম শফিকুর রহমানের নেতৃত্বে একটি চৌকস অভিযাানিকদল গোপন সংবাদের ভিত্তিতে ঝিন্দাহের তেতুলতলা বাজারের রাস্তায় অভিযান চালায়। তেতুলতা বাজারের এসকে মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় মোটরসাইকেল চালককে থামিয়ে তল্লাশি করা হয়। উদ্ধার হয় ৪শ পিচ ইয়াবা। আটক রুহুল কুদ্দুস সাতক্ষীরা জেরার কলারোয়ার চান্দুরিয়া গ্রামের শাহজাহান সর্দ্দারের ছেলে। তাকে র্যাব ক্যাম্পে নিয়ে শুরু হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ। পরে তাকে মামরাসহ ঝিনাইদহ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া করা হয়।