মেহেরপুরে ফেনসিডিল রাখার অপরাধে এক ব্যক্তির ৫ বছর জেল

মেহেরপুর অফিস: মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগে সাবদুল হক নামের এক ব্যক্তিকে ৫ বছর সশ্রম কারাদ- ও ৩ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস ওই রায় দেন। সাজাপ্রাপ্ত সাবদুল হক মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৮ জুলাই তৎকালীন গাংনী র‌্যাবের এসআই মোহাম্মদ নিরু মিয়ার নেতৃত্বে হরিরামপুর গ্রামে অভিযান চালিয়ে সাবদুলকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২৫ (বি) ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-২৯। জি আর কেস নং- ৫৩১/১২, এসটিসি নং- ১৫০/১২। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি সাবদুল দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত সাবদুলকে ৫ বছর সশ্রম কারাদ- ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-াদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদ এবং আসামি পক্ষে খন্দকার আব্দুল মতিন ও মোশারফ হোসেন কৌশলী ছিলেন।

 

Comments (0)
Add Comment