মেহেরপুর অফিস: গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে আরও একজন করোনা পজেটিভ রোগী চিহ্নিত হয়েছেন। এদিকে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর বর্তমান সংখ্যা ২৪ জন। নতুন আক্রান্ত একজন মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ছয় জনের রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে একজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় চার হাজার ৬৩৬ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৬৭৫ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৫৮০ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩০২ জন, গাংনী উপজেলায় ২০৯ জন এবং মুজিবনগর উপজেলায় ৬৯ জন রয়েছেন।
এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন। চিকিৎসাধীন বাকি ২৩ জনের মধ্যে সদরে ১৪ জন, গাংনীতে ছয় জন এবং মুজিবনগরে তিন জন রয়েছেন। ট্রান্সফার্ড হয়েছেন ৫৪ জন। যার মধ্যে সদর উপজেলার ৪০ জন, গাংনী উপজেলার ১২ জন ও মুজিবনগর উপজেলার দুই জন রয়েছেন। মারা যাওয়া ১৭ জনের মধ্যে সদর উপজেলার নয়জন, গাংনী উপজেলার ছয়জন এবং মুজিবনগর উপজেলার দুই জন রয়েছেন।