মেহেরপুর অফিস: মেহেরপুরে আরও দুইজন করোনা আক্রান্ত হয়েছেন। এ দিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্ত বর্তমান রোগির সংখ্যা ২০ জন। নতুন আক্রান্ত দুইজনই মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ১৪ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে দুইজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল নেগেটিভ। এ নিয়ে মেহেরপুর জেলায় চার হাজার ৩৭৬ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৬৪৫ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৫৫৭ জন সুস্থ্য হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৯১ জন, গাংনী উপজেলায় ২০৫ জন এবং মুজিবনগর উপজেলায় ৬১ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন। চিকিৎসাধীন বাকি ২৩ জনের মধ্যে সদরে আটজন, গাংনীতে চারজন এবং মুজিবনগরে ১১ জন রয়েছেন। রেফার করা হয়েছে ৫১ জনকে। যার মধ্যে সদর উপজেলার ৩৭ জন, গাংনী উপজেলার ১২ জন ও মুজিবনগর উপজেলার দুইজন রয়েছেন। মারা যাওয়া ১৭ জনের মধ্যে সদর উপজেলার নয়জন, গাংনী উপজেলার ছয়জন এবং মুজিবনগর উপজেলার দুইজন রয়েছেন।
এদিকে স্বাস্থ্য বিভাগ জেলাবাসীকে পরামর্শ দিয়েছেন যে, সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন, মিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, জন সমাগম এড়িয়ে চুলন এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন।