মেহেরপুরে আরও দুইজনের দেহে করোনা শনাক্ত

মেহেরপুর অফিস: মেহেরপুরে আরও দুইজন করোনা পজেটিভ রোগী চিহ্নিত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর সংখ্যা পাঁচ জন। নতুন আক্রান্ত দুইজন মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। গতকাল বুধবার বিকেল সাড়ে ৬টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরও জানা যায়, ল্যাবে পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ১০ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে দুইজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৫ হাজার ৪৬২ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৭৬২ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৬৭৮ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩৭১ জন, গাংনী উপজেলায় ২২৪ জন এবং মুজিবনগর উপজেলায় ৮৩ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৯ জন। বাকি চিকিৎসাধীন পাঁচজনের মধ্যে সদরে তিনজন ও গাংনীতে দুই জন এবং মুজিবনগরে কেউ নেই। মারা যাওয়া ১৯ জনের মধ্যে সদর উপজেলার ১১ জন, গাংনী উপজেলার ৬ জন এবং মুজিবনগর উপজেলার ২ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬০ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৫ জন, গাংনী উপজেলার ১৩ জন ও মুজিবনগর উপজেলার ২ জন রয়েছেন।

 

Comments (0)
Add Comment