মেহেরপুরে আরও চারজন করোনা পজেটিভ

মেহেরপুর অফিস: মেহেরপুরে আরও চারজন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এদিকে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর বর্তমান সংখ্যা ২৩ জন। নতুন আক্রান্ত চারজন জনের মধ্যে রয়েছেন মেহেরপুর সদর উপজেলার তিনজন ও মুজিবনগর উপজেলার একজন বাসিন্দা। গতকাল রোববার বিকেল ৪টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিসসূত্রে আরও জানা যায়, ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ২৪ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে চারজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় চার হাজার ৩৬২ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৬৪৩ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৫৫২ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৯০ জন, গাংনী উপজেলায ২০৪ জন এবং মুজিবনগর উপজেলায় ৫৮ জন রয়েছেন।
এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন। চিকিৎসাধীন বাকি ২৩ জনের মধ্যে সদরে আটজন, গাংনীতে চারজন এবং মুজিবনগরে ১১ জন রয়েছেন। ট্রান্সফার্ড হয়েছেন ৫১ জন। যার মধ্যে সদর উপজেলার ৩৭ জন, গাংনী উপজেলার ১২ জন ও মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন। মারা যাওয়া ১৭ জনের মধ্যে সদর উপজেলার নয়জন, গাংনী উপজেলার ছয়জন এবং মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন।
এদিকে স্বাস্থ্য বিভাগ জেলাবাসীকে পরামর্শ দিয়েছেন যে, সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, জনসমাগম এড়িয়ে চলুন এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন।

 

Comments (0)
Add Comment