মেহেরপুরে আরও একজনের দেহে করোনা শনাক্ত

মেহেরপুর অফিস: মেহেরপুরে আরও একজন করোনা রোগী চিহ্নিত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর সংখ্যা চার জন। নতুন আক্রান্ত একজন মেহেরপুর গাংনী উপজেলার বাসিন্দা। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরও জানা যায়, ল্যাবে পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ১০ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে একজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৫ হাজার ৪৩৪ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৭৫৭ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৬৭৬ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩৬৯ জন, গাংনী উপজেলায় ২২৪ জন এবং মুজিবনগর উপজেলায় ৮৩ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন। বাকি চিকিৎসাধীন চার জনের মধ্যে সদরে দুই জন ও গাংনীতে দুই জন। মারা যাওয়া ১৭ জনের মধ্যে সদর উপজেলার নয় জন, গাংনী উপজেলার ৬ জন এবং মুজিবনগর উপজেলার ২ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬০ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৫ জন, গাংনী উপজেলার ১৩ জন ও মুজিবনগর উপজেলার ২ জন রয়েছেন।

 

Comments (0)
Add Comment