মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলায় আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি (৩৫) মেহেরপুর শহরের একজন চিকিৎসকের সিরিয়াল এসিসট্যান্ট হিসেবে কাজ করতেন।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানানা, মোট ২১ জনের নমুনা পরীক্ষা করে একজনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্তের বাড়ি উপজেলার বুড়িপোতা ইউনিয়নে। ইতিমধ্যে তার বাড়ি লকডাউন করা হয়েছে। তার সংস্পর্শে থাকা চিকিৎসককে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। এনিয়ে মেহেরপুর জেলায় তিনজনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হলো।