মুজিবনগর বল্লভপুরের সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফা আর নেই

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত ও বল্লভপুর গ্রামের কৃতিসন্তান এলাকার সুপরিচিত মুখ, ক্রিড়াপ্রেমিক ও সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্না ……. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গোলাম মোস্তফা হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার মৃত্যুতে মুজিবনগরের বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। আজ রোববার সকালের দিকে গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Comments (0)
Add Comment