মুজিবনগর প্রতিনিধি: দলীয় শৃংখলা ভঙ্গ ও অনৈতিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগে মুজিবনগর উপজেলা তাঁতিলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মেহেরপুর জেলা তাঁতিলীগের আহ্বায়ক মো. নূর ইসলাম সুবাদ স্বাক্ষরিত প্রেসরিলিজে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, মুজিবনগর উপজেলা তাঁতিলীগের যুগ্মআহ্বায়ক আসাদুল হক বীর এদিন সকালে ৯ পুরিয়া হেরোইনসহ মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও মুজিবনগর থানা পুলিশের যৌথ অভিযানে আটক হন। এ ঘটনায় মুজিবনগর উপজেলা তাঁতিলীগের আহবায়ক পবির শেখ দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় আসাদুল হক বীরকে দল থেকে বহিষ্কার করেন। এদিকে সমগ্র ঘটনার প্রেক্ষিতে এদিন সন্ধ্যায় মেহেরপুর জেলা তাঁতিলীগের আহ্বায়ক মো. নূর ইসলাম সুবাদ স্বাক্ষরিত প্রেসরিলিজে মুজিবনগর উপজেলা তাঁতিলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।