মিয়ানমার সীমান্তে আটকা হাজারো মানুষ : কিন্তু কেন?

মাথাভাঙ্গা মনিটর: মিয়ানমারের মিয়াওয়াড্ডিতে অপরাধী চক্রের দখলে থাকা স্ক্যাম সেন্টার বা ক্যাম্পগুলোয় অভিযান চালিয়ে গেল মাসে সাত হাজারের বেশি মানুষকে আটক করা হয়। তবে সেখান থেকে তারা মুক্তি পেলেও ফের আটকা পড়েছেন দেশটির সীমান্তে। হাজার হাজার মানুষকে অসুস্থ, ক্লান্তভাবে মুখোশ পরিহিত অবস্থায় বসে থাকতে দেখা গেছে। তাদের কখন নিজ দেশে পাঠানো হবে, তার ঠিক নেই। ভারতীয় এক যুবক জানিয়েছেন, আরও ৮০০ জনকে তার মতো একই স্থানে আটকে রাখা হয়েছে। তাদের ১০টি নোংরা টয়লেট ব্যবহার করতে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, এখানকার অনেকেই জ্বর ও কাশিতে আক্রান্ত। অ্যাসোসিয়েটেড প্রেসের সাথে কথা বলার সময় তিনি বলেন, আমরা যদি এখানে স্বাস্থ্যগত সমস্যা নিয়ে মারা যাই, তবে এর জন্য কে দায়ী?